ত্রাণ নিয়ে অনিয়ম : কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য বরখাস্ত
ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয় করা হয়েছে, 'করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলা পরিষদের দেয়া ত্রাণসামগ্রী প্যাকেটিং ও বিতরণে অনিয়ম, কারচুপি ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানায় উল্লিখিত সদস্যের নামে মামলা রুজু হয়েছে এবং তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।'
'গত ১৮ এপ্রিল চিঠির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পরিষদ এ তথ্য স্থানীয় সরকার বিভাগকে অবহিত করেছে। কামরুজ্জামানের এসব কার্যকলাপ ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী অপরাধের সামিল।'
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। জেলা পরিষদ আইন অনুযায়ী, কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ত্রাণ আত্মসাৎসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকায় গত ১৯ এপ্রিল ৩ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে গত ১২ এপ্রিল ৩ জন ও ১৫ এপ্রিল ৯ জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
আরএমএম/জেডএ/পিআর