ঢাকা থেকে পালিয়ে করোনা রোগী এখন চট্টগ্রামে
চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বৃদ্ধ জামাল উদ্দিন (ছদ্মনাম)। হাতের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন রাজধানীর ঢাকার ইউনাইটেড হাসপাতালে। কিন্তু উপসর্গ থাকায় সোমবার (২০ এপ্রিল) নমুনা পরীক্ষা করালে ওই ব্যক্তির করোনাভাইরাস (কোভিড-১৯) রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে খবর দেয়, কিন্তু পুলিশ আসার আগেই হাসপাতাল থেকে গোপনে পালিয়ে যান ওই রোগী।
তবে সোমবার রাতেই পালিয়ে চট্টগ্রাম আসার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীতে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে ওই করোনা রোগীকে আটক করেছে পুলিশ। বিষয়টি জানিয়েছেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার।
তিনি জানান, ওই রোগীর স্বজনরা করোনার উপসর্গ গোপন করেই বৃদ্ধকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে তার জ্বর, শ্বাসকষ্ট দেখতে পান। পরে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। হাসপাতালে করোনার রিপোর্ট পজিটিভ আসায় সোমবার তাকে আইসোলেশনে পাঠানোর কথা ছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই রোগী।
তিনি আরও বলেন, হাসপাতালে ঢাকার খিলক্ষেত থানার একটি ঠিকানা দেয়া হয়েছিল। কিন্তু সে ঠিকানায় গিয়ে জানা যায়, রোগী সেখানে বসবাস করতেন না, ওই ঠিকানা মিথ্যা ছিল। পরে ঢাকার খিলক্ষেত থানা বিষয়টি চট্টগ্রামের চান্দগাঁও থানাকে জানায়। পুলিশ গাড়ির নম্বর, রঙয়ের তথ্য নিয়ে প্রযুক্তির সাহায্যে ফেনীতে রোগীর ব্যবহৃত গাড়িটি আটক করে।
ওসি বলেন, ‘খিলক্ষেত থানা থেকে ওই ব্যক্তির নাম-ঠিকানা দিয়ে জানানো হয় তিনি করোনা আক্রান্ত রোগী। ঢাকা থেকে পালিয়ে গেছেন। সোমবার রাতে পুলিশের সিনিয়র কর্মকর্তারা প্রযুক্তির সাহায্যে ও ফেনীর সদর থানার সহায়তায় করোনা আক্রান্ত ওই রোগীকে উদ্ধার করে। পরে তাকে পুলিশের পাহারায় রাতেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আনা হয়। কিন্তু রাতে হাসপাতালে ভর্তি না করানোয় পুনরায় পুলিশের পাহারায় তাকে চান্দগাঁওয়ে তার নিজের বাসাতে নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও বলেন, যেহেতু তিনি একবার হাসপাতাল থেকে পালিয়েছেন, সেজন্য ওই রোগীর ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আজ (মঙ্গলবার) বিকেলে পুনরায় পুলিশ পাহারায় ওই রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আবু আজাদ/এসআর/জেআইএম