সম্প্রীতির কার্ড দেখালেই মিলছে ‘ভালোবাসার থলে’
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনে সবচেয়ে খারাপ অবস্থায় আছেন গণপরিবহনের শ্রমিকরা। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছড়ি বাস মালিক সমিতি ও হাটহাজারী উপজেলা প্রশাসন।
উত্তর চট্টগ্রামের ৩০০ গণপরিবহন শ্রমিকের তালিকা তৈরি করে তাদের দেয়া হয়েছে ‘সম্প্রীতির কার্ড’। এ কার্ড হাটহাজারী উপজেলা প্রশাসনকে দেখালেই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হাতে তুলে দিচ্ছেন ‘ভালোবাসার থলে’।
বুধবার (২২ এপ্রিল) প্রথম দফায় ১০০ গণপরিবহন শ্রমিকের হাতে এই ত্রাণ তুলে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি জাগো নিউজ-কে বলেন, ‘চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছড়ি বাস মালিক সমিতি ৩০০ গণপরিবহন শ্রমিকের তালিকা আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা তালিকার বিপরীতে ৩০০ সম্প্রীতির কার্ড তার নিকট হস্তান্তর করেছি। তারা এই কার্ড দিয়ে উপজেলা প্রশাসনের নিকট হতে ১০ কেজি চাল, এক কেজি ডাল এবং এক লিটার তেল গ্রহণ করতে পারবেন। আজ প্রথম দফায় ১০০ গণপরিবহন শ্রমিকের হাতে এই ত্রাণ তুলে দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, “আরও দুই ধাপে অর্থাৎ ১১ রোজায় ১০০ জন এবং ২১ রোজায় আরও ১০০ জন মোট দুইশ পরিবহন শ্রমিককে এই সম্প্রীতির কার্ডের আওতায় ‘ভালোবাসার থলে’ তুলে দেয়া হবে।”
এই ‘সম্প্রীতি কার্ড’ কেবলমাত্র একবার ব্যবহার করা যাবে বলেও জানান তিনি।
ইউএনও জানান, এর আগে ১০০ পরিবহন শ্রমিক, ৫০ ট্রাক শ্রমিক, ২৫ মাইক্রোবাস/কার শ্রমিক, ৪৩ স্বর্ণকার, ১৭ জেলে, ঋষি সম্প্রদায়ের সাতজন, তৃতীয় লিঙ্গের সাতজন, ১৪ হকার, ২৫ ডেকোরেশন শ্রমিক ও ১৮ মোমবাতি কারখানা শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণভর্তি ‘ভালোবাসার থলে’ উপহার দেয়া হয়।
আবু আজাদ/এমএআর/এমএস