কেরানীগঞ্জে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কেরানীগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

একদিনে নতুন করে আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন এ উপজেলায়। এর মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।

তিনি জানান, নিহত ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি উপজেলার কলাতিয়ার বাসিন্দা। এছাড়া নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিন্ন ভিন্ন এলাকার বাসিন্দা। এদের বয়স ২৫ থেকে ৭০ এর মধ্যে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক জানান, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যুর মধ্য দিয়ে কেরানীগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ৪ ও একদিনে আরও ১৩ জন শনাক্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭ জনে। সন্ধ্যা পর্যন্ত পরীক্ষার ফলাফলের মাধ্যমে ওই ১৩ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়েছে উপজেলা প্রশাসন।

আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়ে ডা. মোবারক বলেন, ইতিমধ্যে আক্রান্তদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, আক্রান্তদের এলাকাগুলোয় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখভাল করব। আর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে।

আসাদুজ্জামান সুমন/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।