অহেতুক ঘোরাফেরা, ৫৭ মামলায় জরিমানা ৭৫ হাজার
করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৫৭টি মামলায় ৭৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে রমনা বিভাগে আটটি মামলায় দুই হাজার ৬০০ টাকা, মতিঝিল বিভাগে ১৬টি মামলায় দুই হাজার ৭০০ টাকা, লালবাগ বিভাগে পাঁচটি মামলায় তিন হাজার টাকা, মিরপুর বিভাগে ১৩টি মামলায় ১৭ হাজার ২০০ টাকা, তেজগাঁও বিভাগে তিনটি মামলায় ১২ হাজার টাকা, গুলশান বিভাগে ১০টি মামলায় ৩৬ হাজার টাকা ও উত্তরা বিভাগে দুইটি মামলায় এক হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৫৭টি মামলায় ৭৫ হাজার ২০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ, কোনো রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেও আহ্বান তিনি।
জেইউ/বিএ