ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৫ এপ্রিল ২০২০

করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) সুরক্ষা সামগ্রী দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন তিনি।

বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদর দফতর থেকে সকল ইউনিটে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া সুরক্ষা সামগ্রী কেনার জন্য সকল ইউনিটকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

তবুও চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষা সামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ হাজার মাস্ক, দুই হাজার বোতল স্যানিটাইজার, দুই হাজার পিস আই প্রোটেক্টর, এক হাজার পিস ফেস শিল্ড এবং পুনঃব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই।

জেইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।