করোনায় প্রাণ গেল ডিএসসিসি কর্মকর্তার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যাওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামের করোনা পজিটিভ এসেছে।
তিনি শুক্রবার (২৪ এপ্রিল) ঢামেক হাসপাতালে মারা যান। মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে তার।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়। তবে রিপোর্ট আসার আগেই তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
উত্তম কুমার রায় জানান, মিল্লাতুল ইসলামের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শনিবার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়ার পর ওই বিভাগের পরামর্শক হিসেবে কাজ করছিলেন মিল্লাতুল ইসলাম। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এএস/বিএ/জেআইএম