বয়স্ক-গর্ভবতী নার্সদের নিরাপদ দূরত্বে দায়িত্ব বণ্টনের অনুরোধ
বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, স্টাফ নার্স ও মিডওয়াইফদের মধ্যে যারা বয়স্ক ও জটিল রোগে ভুগছেন তাদের করোনা রোগীদের সরাসরি সংস্পর্শে ডিউটি না দিয়ে নিরাপদ দূরত্বে দায়িত্ব প্রদানের অনুরোধ করেছে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতর।
রোববার (২৬ এপ্রিল) অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ করা হয়।
এতে বলা হয়, বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, স্টাফ নার্স ও মিডওয়াইফদের মধ্যে যারা অতি বয়স্ক, গর্ভবতী, ল্যাকটেটিং মাদার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট বা হাঁপানি ও দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন তাদের করোনা রোগীর সংস্পর্শ থেকে যথাসম্ভব নিরাপদ দূরত্বে দায়িত্ব প্রদানপূর্বক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৮ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪১৬। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১২২ জনে।
এমইউ/বিএ/জেআইএম