অনলাইনেই মিলবে জাতীয় পরিচয়পত্র বিষয়ে ৬ সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৭ এপ্রিল ২০২০

করোনা মহামারির কারণে এই সংকটময় পরিস্থিতিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। অনলাইনের এই সেবা পেতে ভোটারকে https://services.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে। বন্ধের এই সময়ে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে সেবাগুলো পাওয়া যাবে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে অনলাইনে বিফ্রিং এর মাধ্যমে এ তথ্য জানান এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

তিনি বলেন, অনলাইনের মাধ্যমে ৬টি সেবা পাওয়া যাবে। এগুলো হলো :

ক) জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি),
খ) জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ,
গ) জাতীয় পরিচয়পত্র সংশোধন,
ঘ) হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন,
ঙ) নতুন ভোটার নিবন্ধন ও
চ) এসএমএস সেবা।

মোবাইলের এসএমএসের মাধ্যমে NID নম্বর পাওয়ার পদ্ধতি :

nid<formNo><dd-mm-yyyy> লিখে 105 পাঠাতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে।

উদাহরণ : 105 এ প্রেরণ করুন nid <Form No><dd-mm-yyyy>

ফিরতি এসএমএস এ পাবেন : nid XXXXXXX 24-08-1992

২০২০ সালের ২ মার্চ তারিখে সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশিত ৬৯,৫৮,৩৪১ জন নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে যারা কার্ড পাননি তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পরে বায়োমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না।

৩। যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু NID কার্ড পাননি তারা https://services.nidw.gov.bd ওয়েব সাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে NID নম্বর লিংকে Form নম্বর ও DOB (Date of Birth) দিলে আবেদনকারীর NID নম্বর পাবেন।

৪। যারা NID নম্বর পেয়েছেন তারা online portal এ NID এর তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে online portal এ login করতে পারবেন । login এর পর আবেদনকারী ফরমের এন্ট্রিকৃত সকল ডাটা দেখতে পারবেন।

রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি যদি পূর্বে কার্ড না পেয়ে থাকেন তিনি চাইলে পোর্টাল হতে NID copy সংগ্রহ করতে পারবেন।

৫। কোনো ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন অথবা সংশোধন করতে চান তাবে তিনি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে online এ আবেদন করতে পারবেন। online এ আবেদনকারী NID কার্ডের আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদন অনুমোদিত হলে আবেদনকারী sms পাবেন এবং portal হতে পুনরায় NID copy সংগ্রহ করতে পারবেন।

৬। যে সকল যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা অনলাইনে (https://services.nidw.gov.bd) ঠিকানায় ভোটার নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন । করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। পরবর্তীতে তাদের আবেদন যাচাই বাছাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

রমজান মাসে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্পলাইন কল সেন্টারে ১০৫ নম্বরে ফোন করে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা পাওয়া যাবে। দেশের ৬৪টি জেলার ডাটা এন্ট্রি অপারেটরদের মোবাইল নম্বর online portal এ সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার আবেদন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে এই মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রকোপের কারণে প্রথম দফায় গত ১৯ মার্চ থেকে রাজধনীর আগারগাঁও এর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয় সেবা বন্ধ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পরে ২৬ মার্চ থেকে কোভিড প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলে এর সঙ্গে সমন্বয় করে জাতীয় পরিচয় সেবা বন্ধ রাখা হয়।

তবে কোভিড-১৯ মোকাবিলায় সরকার কয়েক দফায় জরুরি ছুটি ৫ মে পর্যন্ত বাড়ালেও ছুটির মধ্যেই অনলাইনের মাধ্যমে সংশোধন, তথ্য হালনাগাদের আবেদন ও অনলাইন কপি ডাউনলোডের এই সেবা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নির্বাচন কমিশন।

এইচএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।