জাতীয় পরিচয়পত্রের সার্ভার অত্যাধুনিক করেছে ইসি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার আপগ্রেট করে বিশ্বমানের করা হয়েছে। ফলে ‘সার্ভার নেই’ সমস্যাটি আর থাকবে না বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। করোনাভাইরাসের ছুটির মধ্যে এটি আপগ্রেট করা হয়। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মলনে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ২০০৯-১০ সালের সার্ভারটি আমরা এই সময়ে আপগ্রেড করতে পেরেছি। আশা করি এখন থেকে ভালো সার্ভিস দিতে পারব।
অনলাইনে এনআইডি সংশোধনের বিষয়ে তিনি বলেন, এটার জন্য একটু সময় লাগবে। তবে আবেদনের ভিত্তিতে সেটা সমাধান হলো কিনা, তা জানিয়ে দেয়া হবে। অনেক আবেদন পেন্ডিং ছিল, যারা অধিকতর তথ্য, প্রমাণ সরবরাহ করেছেন, তাদের আবেদনের কাজ করা হচ্ছে। এছাড়া অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্যও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবেন। আমরা সেবাটা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
প্রসঙ্গত, আগে মাঝেমধ্যেই জাতীয় পরিচয়পত্রের সার্ভার ডাউন হয়ে যেত। তখন বিজ্ঞপ্তি দিয়ে সেবা কার্যক্রমও বন্ধ রাখতে হত। এতে ভোগান্তিতে পড়তে হত সেবা গ্রহীতাদের। নাগরিকের তথ্য ভাণ্ডারের ভিত্তিতে সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠানের সেবা প্রদানও বিঘ্নিত হত। আর এই সেবা সার্ভার ডাউনের অন্যতম কারণ ছিল মানোন্নয়ন।
এইচএস/এমএফ/এমএস