মোবাইলে সেবা দিতে ৮৭ চিকিৎসকের তালিকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী সাধারণ ছুটির দিনগুলোতে জনগণের সুবিধার্থে ঘরে থেকে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দিচ্ছে ‘সম্প্রীতি বাংলাদেশ’।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগ মুহূর্তে সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণের সুবিধার্থে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে ৮৭ চিকিৎসকের প্যানেল গঠন করা হয়েছে। সম্প্রীতি বাংলাদেশের ফেসবুক পেজ ডাক্তারদের তথ্য বিস্তারিত পোস্ট করা হয়েছে।

যে কোনো অসুস্থ ব্যক্তি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

সম্প্রীতি বাংলাদেশের পক্ষে সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যধাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মাহবুবুর রহমান এ কার্যক্রম সমন্বয় করবেন।

>>  চিকিৎসকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এমইউ/পিডি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।