করোনায় মৃত রোগীর ৮৪ শতাংশই ঢাকা বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০২০

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ১৬৩ জন মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে ১৩৭ জন অর্থাৎ ৮৪ শতাংশই ঢাকা বিভাগের। মোট মারা যাওয়াদের মাত্র ২৬ জন অন্যান্য বিভাগের।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শুধু মারা যাওয়ার পরিসংখ্যানেই নয়, আক্রান্ত রোগীর পরিসংখ্যানেও ঢাকা বিভাগ শীর্ষে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২৯ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ হেলথ বুলেটিনে বলা হয়, দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন এক দিনে সর্বোচ্চ সংখ্যক আরও ৬৪১ জন। এ পর্যন্ত সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি।

এমইউ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।