কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩০ চিকিৎসক পদায়নের নির্দেশ
রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পুলিশ সদস্যের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যেই এ সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে। শুধু আক্রান্ত নয়, মারা গেছেন চার পুলিশ সদস্য।
সরকারি ও বেসরকারি ডেডিকেটেড হাসপাতাল ছাড়াও করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সীমিত সংখ্যক চিকিৎসক দিয়ে পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। এই অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য রাজধানীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) রাজারবাগে জরুরিভিত্তিতে ৩০ জন মেডিকেল অফিসার পদায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে রেহানা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশের দায়িত্বের প্রকৃতি ও পরিধি বিবেচনায় কর্মধারার অধিক সংখ্যক পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার আশঙ্কা বিদ্যমান। তাই জরুরি ভিত্তিতে পুলিশ হাসপালে ভর্তি করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য ৩০ জন মেডিকেল অফিসার (করোনাকালীন সময়ের জন্য) সংযুক্তিতে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এমইউ/এসআর/এমকেএইচ