ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য বিমান বাহিনী ট্রাস্টের বিশেষ ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০২ মে ২০২০

ব্রিটিশ-বাংলাদেশি নাগরিকদের আনা-নেয়ার জন্য একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭) আটকে পড়া ব্রিটিশ-বাংলাদেশি নাগরিকদের আনা নেয়ার জন্য চালানোর পরিকল্পনা করা হয়েছে। আগ্রহী যাত্রীদের ওয়েবসাইটে সংযুক্ত লিংকের মাধ্যমে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট সি ডিকসন এক টুইট বার্তায় জানিয়েছেন, ছয়টি বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নেয়া হয়েছে। আরও তিনটি ফ্লাইট এ সপ্তাহেই উড়বে। এর বাইরে আর কোনো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা এ মুহুর্তে নেই।

তাই ফিরতে আগ্রহীদের তিনি বলেন, কারও যদি বিমানে সিট বরাদ্দ দেয়া থাকে, তাহলে তা গ্রহণ করুন। আর যেতে না চাইলে আমাদের শিগগির জানান। এক্ষেত্রে আমরা অন্য কাউকে বাড়ি পাঠাতে পারবো।

জেপি/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।