কেরানীগঞ্জে করোনা আক্রান্ত ২০০ ছাড়াল
আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে শিশুসহ নতুন ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১০ জনে।
রোববার (০৩ মে) রাত সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই ১৭ রোগী শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তরা উপজেলা বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আট বছর বয়সী এক শিশু রয়েছে।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১০ জনে। এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাতজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।
এমএসএইচ