কেরানীগঞ্জ মডেল থানায় ২০ পুলিশ সদস্য করোনা আক্রান্ত
আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় ২০ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৫ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন তারা। তাদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন একজন।
রোববার (০৩ মে) বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, আক্রান্তরা বিভিন্ন বয়সের। তাদের মধ্যে দুজন এএসআই, ১৬ জন কনস্টেবল ও বাকি দুজন চালক রয়েছেন।
ওসি জানান, আক্রান্তদের মধ্যে পুলিশের এক এএসআই রোববার সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বাকিরা পুলিশের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে তাদের পরিবারের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। যে পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংক্রমণের ঝুঁকি এড়াতে তাকে আরও ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে ওসি মাইনুল বলেন, আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো, লকডাউন নিশ্চিত করা, ত্রাণ বিতরণ, টহল, তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ প্রায় সব কার্যক্রমে পুলিশকেই দায়িত্ব পালন করতে হচ্ছে। যার ফলে পুলিশ সদস্যদের সরাসরি জনসাধারণ ও আক্রান্ত রোগীদের সংস্পর্শে যেতে হচ্ছে। বিশেষ করে এ কারণেই পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে এবং অনেকে আক্রান্ত হচ্ছেন।
এতজন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার পরও জনসাধারণের কথা চিন্তা করে থানার কার্যক্রম চলমান রেখে স্বাভাবিকভাবে সেবা অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, তাদের থানারও এক এএসআই আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমএসএইচ