স্পিকারের অর্থায়নে পীরগঞ্জে ত্রাণ বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৪ মে ২০২০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে তার সংসদীয় আসন রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলায় কোভিড ১৯ প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে ও গ্রিন ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড পীরগঞ্জ শাখার আয়োজনে ১৩ নং রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিত্তহীন সমবায়ীদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এর আগে স্পিকারের নিজস্ব তহবিল থেকে পীরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে দুই ধাপে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

রোববার ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। এ সময় গ্রীন ভিশন সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড পীরগঞ্জ শাখার চেয়ারম্যান শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীবৃন্দ, উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তাগণ ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এইচএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।