দোহারে চিকিৎসকসহ দুজন শনাক্ত, আক্রান্ত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৪ মে ২০২০

ঢাকার দোহার উপজেলায় চিকিৎসকসহ নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, সোমবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেইলে পাঠানো ফলাফল থেকে ওই দুইজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।

আক্রান্ত দুইজনের একজন ৫০ বছর বয়সী নারী চিকিৎসক। তার বাড়ি উপজেলার নারিশা এলাকায়। অপরজন উপজেলার উত্তর জয়পাড়া গ্রামের ২১ বছর বয়সী এক তরুণ। তিনি জয়পাড়া বাজারের গনেশ দাসের দোকানের কর্মচারী।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, দোহারে সর্বশেষ বিভিন্ন স্থান থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ ভোরে মেইলে ফলাফল পাঠানো হয়। এতে নতুন করে দুইজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ালো।

আক্রান্ত ওই নারী চিকিৎসক রাজধানীতে সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত। তার গ্রামের বাড়ি দোহারের নারিশায়। তিনি মূলত ঢাকায় থাকেন। তিনি ঢাকা থেকে দোহারে এসে নমুনা দিয়ে আবার ঢাকায় চলে গিয়েছেন। বর্তমানেও ঢাকায় অবস্থান করছেন। তার স্বামীও একজন চিকিৎসক।

ডা. জসিম আরও জানান, আক্রান্ত অপরজনের বাড়ি উপজেলার উত্তর রাইপাড়া আকন বাড়ি মসজিদের পাশে। তার বয়স ২১ বছর। তার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তেমন কোনো উপসর্গ ছিল না। আক্রান্ত অবস্থায় তিনি রাইপাড়া আকন বাড়ির মসজিদে নামাজ আদায়, জয়পাড়া বাজারে দোকানে কাজ করাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেছেন।

ওই বিষয়গুলো মাথায় নিয়ে উপজেলা ও থানা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ ছাড়া দোহার উপজেলায় প্রথমভাগে আক্রান্ত চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যরা ঢাকার মিরপুরের রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং সুস্থ রয়েছেন বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

আসাদুজ্জামান সুমন/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।