২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল ‘দি বাওয়ানীয়ানস’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৬ মে ২০২০

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে ২ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পুরাতন ঢাকার আরমানিটোলার ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে ‘বাওয়ানীয়ানস ফ্যামিলি ফুড সাপোর্ট’ শিরোনামে খাদ্য সহযোগিতা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘দি বাওয়ানীয়ানস’।

বুধবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সংগঠনটি।

jagonews24

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নিজস্ব অর্থায়ন ও প্রাপ্ত অনুদানের মাধ্যমে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যার মধ্যে ছিল চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান ও জরুরি ঔষধ সামগ্রী। প্রায় ২ হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সহযোগিতা প্রদান করা হয়, যা এই ঈদ পর্যন্ত চলমান থাকবে।

সহযোগিতা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মীর নিজাম উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক হাসান আ. সাইমুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত রুবেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান সুজন, সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মুক্তার হোসেন, সহ-দফতর সম্পাদক আল-মামুন, পলাশ, মাসুম, আনাস ও সাগর।

এআর/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।