গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় মৃতের সক‌লেই ষাটোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৮ মে ২০২০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত রোগীর মৃত্যু হয়েছে। ফলে এ ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের সবাই প্রবীণ। অর্থাৎ ৬০ বছরের ঊর্ধ্বে। এর মধ্যে একজনের বয়স ৯০ এর বেশি।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, মৃত সাতজনের মধ্যে একজনের বয়স ৯০ বছরের বেশি। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের দুজন ও ৫১ থেকে ৬০ বছরের দুজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরে এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত নিহতদের অধিকাংশই প্রবীণ। ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের নানা ধরনের রোগব্যাধি থাকলে তারা করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেশি থাকে।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাস আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ২০৬। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭০৯ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৩৪।

এমইউ/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।