দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আসলে কত?
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্তকৃত ৬৩৬ জন নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ জনে। শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অনলাইন হেলথ বুলেটিনে মোট শনাক্ত রোগীর সংখ্যা এমন বলা হলেও বিভাগভিত্তিক যে পরিসংখ্যান দেয়া হয়েছে, তার সঙ্গে এ তথ্যে গরমিল দেখা যায়।
বুলেটিনে বিভাগীয় পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় সর্বোচ্চ নয় হাজার ১৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭৬ জন, সিলেট বিভাগে ১৬৩ জন, রংপুর বিভাগে ২৬৩, খুলনা বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ৪০০, বরিশাল বিভাগে ১৩০ এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন শনাক্ত হয়েছেন।
বিভাগভিত্তিক শনাক্ত রোগীর যোগফল দাঁড়ায় ১১ হাজার ৭৩। সে হিসাবে দেখা যাচ্ছে, মোট সংখ্যার চেয়ে বিভাগভিত্তিক পরিসংখ্যানে দুই হাজার ৬৯৭ জন রোগী কম।
বুলেটিনে করোনা সংক্রমণে এলাকাভিত্তিক শতাংশের হিসাব তুলে ধরে বলা হয়, রাজধানী ঢাকায় ৫৮ দশমিক ২৮ শতাংশ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা মিলিয়ে ২৩ দশমিক ৭৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৫ দশমিক ৪৫ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৪ শতাংশ, রংপুরে ২ দশমিক ৪৯ শতাংশ, খুলনায় ২ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৭৮ শতাংশ, বরিশালে ১ দশমিক ২৩ এবং রাজশাহীতে ১ দশমিক ৪৫ শতাংশ করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪-এ। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৪১৪ জন।
এমইউ/এইচএ/এমকেএইচ