জনগণের চিকিৎসা নিশ্চিত না হওয়ায় রিট করবে মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১০ মে ২০২০

করোনায় ও অন্যান্য রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় রিট মামলা করবে জাতীয় মানবাধিকার কমিশন।

রোববার (১০ মে) দুপুরে প্রথমবারের মতো জাতীয় মানবাধিকার কমিশন অনলাইনে কমিশন সভার আয়োজন করে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সাধারণ ছুটি চলমান থাকায় কমিশনের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে অনলাইনে এই সভার আয়োজন করা হয়।
সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। উপস্থিত ছিলেন সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ; অবৈতনিক সদস্য ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান, চিংকিউ রোয়াজা।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার শুরুতে করোনাকালীন সময়ে জনগণ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মর্মে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষত সম্প্রতি রেবেকা সুলতানা চৌধুরী এবং অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার একাধিক হাসপাতালে ঘুরেও চিকিৎসা না পেয়ে মৃত্যুুুবরণ করেন। সভায় উপস্থিত সবাই চিকিৎসাবঞ্চিত হয়ে মৃত্যুর ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান।

স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নির্দেশনা এবং বারবার কমিশনের সুপারিশ পাঠানো সত্ত্বেও কোনো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণে চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় কমিশন রিট মামলা করবে বলে সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া, করোনাকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের সদস্য কতৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো কমিশনের বিভিন্ন পদক্ষেপ, দলিত এবং হিজড়া জনগোষ্ঠীর মাঝে ইউএনডিপির সহযোগিতায় ত্রাণ বিতরণ, ২০২০-২১ অর্থবছরের বরাদ্দ বাজেট বিভাজন সম্পর্কে সভায় আলোচনা হয়।

জেইউ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।