প্রধানমন্ত্রীর তহবিলে সাড়ে ১৬ লাখ টাকা দিলেন ইসি কর্মকর্তারা
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সাড়ে ১৬ লাখ টাকা অনুদান দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। রোববার (১০ মে) এই টাকার চেক হস্তান্তর করা হয়। এতে কমিশনের প্রত্যেক কর্মকর্তা তিন হাজার করে টাকা অনুদান দিয়েছেন।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুজ্জামান তালুকদার জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যে টাকা দেব তা গত ২৪ এপ্রিল সিদ্ধান্ত হয়েছে। আর আজ চেক প্রদান করা হয়েছে।’
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা হানা দেয়ার পর এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২২৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৮৭ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৫৭।
রোববার (১০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এইচএস/এমএফ/এমকেএইচ