গরিব, অসহায়দের পাশে তরুণরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১২ মে ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডে কুড়িল বিশ্ব রোডের পাশে নূরানী মসজিদে রোডে গরিব, দুঃখি ও অসহায় মানুষের মাঝে ২৫০ প্যাকেট বিরিয়ানি বিতরণ করেছেন এলাকার তরুণরা।

মঙ্গলবার (১২মে) আছরের নামাজের পর তা বিতরণ করা হয়। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতরণে বজায় রাখা হয় সামাজিক দূরত্ব।

এই আয়োজনের একজন উদ্যোক্তার রাকিব বলেন, আমাদের নিজ উদ্যোগে রান্না করে নিজ হাতে প্রায় ২৫০ এর বেশি প্যাকেট বিরিয়ানি বিতরণ করেছি। আমাদের এই উদ্যোগে এলাকার আরও অনেকেই সহযোগিতা করেছেন। এ জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

jagonews24

আশিক নামে আরেকজন উদ্যোক্তা বলেন, করোনাভাইরাস শুরু পর থেকে আমরা নিজ উদ্যোগে অনেক পরিবারকে সহায়তা করেছি। আল্লাহ্ তায়ালা রহমত করলে সামনেও একইভাবে সহযোগিতা করে যাব।

১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদুল্লাহ বলেন, আমাদের এলাকার তরুণদের এমন উদ্যোগে আমি অনেক আনন্দিত। তারা এর আগেও কয়েকবার এই ত্রাণসামগ্রী বিতরণ করেছে অসহায় মানুষদের মধ্যে। আমি নিজেও কয়েকবার নিজ উদ্যোগে দিয়েছি। আমরা যারা স্বাবলম্বী আছি, তারা যদি নিজ নিজ উদ্যোগে গরিব- দুঃখি, ও অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে ইনশাল্লাহ এই পরিস্থিতি আমরা অনেক সহজভাবে মোকাবিলা করতে পারব।

সমাজের সব বিত্তবান মানুষের কাছে অনুরোধ করে তিনি বলেন, এই মহামারি করোনাভাইরাসের সময় আপনারা অবশ্যই অসহায় মানুষদের জন্য এগিয়ে আসবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাহলে কাউকে আর না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না।

এইচএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।