করোনায় আক্রান্ত নার্সদের সুস্থতায় স্বানাপের দোয়া মাহফিল
রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত এবং কোয়ারেন্টাইনে থাকা নার্সদের দ্রুত সুস্থতা কামনা করে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল (১২ মে) ‘আন্তর্জাতিক নার্সেস দিবস- ২০২০’ পালন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ হয় ‘বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় : নার্স নেতৃত্বে বলিষ্ঠ কণ্ঠস্বর’।
আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিবসটি ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হলেও এবার করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে দেশব্যাপী দিবসটি পালিত হয়। স্বানাপ মহাসচিব ইকবাল হোসেন সবুজ বিষয়টি জানান।
তিনি আরও জানান, আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে দেশব্যাপী স্বানাপের বিভিন্ন শাখার উদ্যোগে অসুস্থ নার্সদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
স্বানাপ মহাসচিব জানান, স্বানাপের উদ্যোগে রমজান মাসে প্রতিদিন রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে খিচুড়ির প্যাকেট বিতরণ করা হয়। এ কর্মসূচি শেষ রমজান পর্যন্ত চলবে বলে তিনি জানান।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রাজধানীর কয়েকটি হাসপাতালে নার্সদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে।
এমইউ/এমএআর/পিআর