জীবিকার তাগিদে ধনীরাই গাড়ি নিয়ে বের হচ্ছেন!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৩ মে ২০২০

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু হয়। প্রথম করোনা রোগীর মৃত্যুর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ১৩ মে (গত ২৪ ঘণ্টায়) এক হাজার ১৩৪ জন নতুন রোগী শনাক্ত ও ১৯ জনের মৃত্যু হয়েছে।

Road-1

করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগ তত্ত্ববিদরা বারবার ঘরে অবস্থানের কথা বললেও কানে তুলছে না কেউ। আক্রান্ত অনেকের পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। যে সময় রাস্তাঘাটে মানুষ যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকার কথা সে সময়ে ‘জীবিকার তাগিদ’র দোহাই দিয়ে পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজপথে অবাদে মানুষ ও যানবাহন চলাচল করছে।

বুধবার (১৩ মে) সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে অসংখ্য গাড়ি চলাচল করছে। মূলত গরিব পেশাজীবীদের জীবিকা নির্বাহের দোহাই দিয়ে রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচলের অনুমতি দেয়া হলেও রাস্তাঘাটে ধনাঢ্য মানুষের নামিদামি ব্র্যান্ডের গাড়ির সংখ্যাযই বেশি।

Road-3

বুধবার বৃষ্টিস্নাত বিকেলেও রাস্তাঘাটে অসংখ্য গাড়ি চলাচল করতে দেখা যায়। কয়েকদিন আগেও যানবাহন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর টহল ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেলেও এখন আর তা নেই।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আরেক দফা সরকারি ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।