লড়াইয়ে জিতলেন আরও ১২ পুলিশ সদস্য
উন্নত চিকিৎসার ফলে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন করোনাক্রান্ত পুলিশ সদস্যরা। করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন আরও ১২ পুলিশ সদস্য। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন ৩১৯ পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ত্যাগ করেছেন নতুন করে সুস্থ হওয়া ১২ পুলিশ সদস্য। করোনা পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জাগো নিউজকে জানান, সরকারের আইইডিসিআর-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১২ পুলিশ সদস্যের পরপর দুবার করোনা টেস্ট করা হয়। টেস্টে দুবারই করোনা নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা মুক্ত হয়ে সুস্থ হওয়া এসব পুলিশ সদস্যকে ফুল দিয়ে বিদায় জানান।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখা শোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪৩ জনে। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই ৯০৯ জন। বুধবার এ সংখ্যা ছিল ৯০৭ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১১৫২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তিন হাজার ৯১ জনকে। মারা গেছেন সাতজন।
জেইউ/এএইচ/পিআর