মনোবল চাঙা রয়েছে আক্রান্ত পুলিশ সদস্যদের
বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিয়মিত ও সশরীরে চিকিৎসাধীন সদস্যদের পাশে উপস্থিত হয়ে স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং তাদের প্রয়োজনে যেকোনো ব্যবস্থা গ্রহণে সদা তৎপর রয়েছেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন।
তাদের নির্দেশনায় আক্রান্ত সদস্যদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, অস্থায়ী চিকিৎসা কেন্দ্র এবং হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পর বলছেন, আক্রান্তদের মনোবল যথেষ্ট চাঙা রয়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে ফের কাজে যোগ দিতে বেশ উদগ্রীব।
এসব টিমের কর্মকর্তাগণ সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছেন।
নিয়মিত তদারকির অংশ হিসেবে শনিবার ডিএমপির যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমানের নেতৃত্বে একটি দল করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সশরীরে দেখতে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শন দল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হোটেল আরামবাগ, রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর হোটেল, ডিটেকটিভ ট্রেনিং স্কুল, ডিএমপির ট্রাফিক ব্যারাকে স্থাপিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত সদস্যদের সঙ্গে কথা বলেন।
ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, ডিএমপি সদর দফতরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়েজুর রহমান, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু আশরাফ সিদ্দিকীসহ ডিএমপি সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান ও সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) কে এন রায় এ সময় উপস্থিত ছিলেন।
বিশেষ এ টিম করোনা আক্রান্ত প্রতিটি পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবাসহ নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
পরিদর্শন টিমের প্রধান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বলেন, অত্যন্ত আন্তরিকভাবে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, আক্রান্তরা বড় কোনো অসুবিধা ছাড়াই সেরে উঠছেন। তাদের মধ্যে কিছু সদস্য ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং তারা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল যথেষ্ট চাঙা রয়েছে।
বিশ্বময় মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে রয়েছেন পুলিশ সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করে ‘ফ্রন্ট-ফাইটার’ খেতাব পেয়েছেন তারা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।
সর্বশেষ শনিবারের (১৬ মে) তথ্যানুযায়ী, সারাদেশে আক্রান্ত পুলিশ সদস্য ২৩৮২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা একদিনের হিসেবে সর্বোচ্চ। মোট আক্রান্তের ১০৪১ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। এর মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি।
জেইউ/এমএআর/জেআইএম