করোনা পরিস্থিতি দেখে দেশে ফিরে গেলেন কানাডার ৩৫০ নাগরিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬ এএম, ১৯ মে ২০২০

দেশে করোনাভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলা‌দে‌শে আট‌কেপড়া ৩৫০ জন কানাডিয়ান নাগরিক ঢাকা ছেড়েছেন। সোমবার সন্ধ্যায় তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ (চার্টার) ফ্লাইট দোহার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

কাতারের দোহা থেকে ফ্লাইটটি সরাসরি কানাডার টরোন্টোর বিমানবন্দরে অবতরণ করবে। তবে দোহায় প্লেন থেকে কোনো যাত্রী নামতে পারবেন না। শাহজালাল বিমানবন্দর ও কানাডিয়ান দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দূতাবাস জানায়, এ নিয়ে চারটি বিশেষ ফ্লাইটে দেশটির ১ হাজার ১৬১ জন নাগরিক ঢাকা ছেড়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ থেকে নিজ নিজ দেশে ফিরে যাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ নাগরিক কানাডার।

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রিফন্টেইন এক বার্তায় জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে চতুর্থ দফায় ৩৫০ জন কানাডার নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি টরেন্টো যাবে। কানাডার নাগরিকদের নিজ দেশে পৌঁছাতে সহায়তার জন্য তিনি বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানান।

কানাডার নাগরিকদের দেশে ফেরানোর জন্য প্রথম বিশেষ ফ্লাইট পরিচালিত হয় ১৪ এপ্রিল। কাতার এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফিরে যান ২১৪ কানাডিয়ান। এরপর ১৬ এপ্রিল দ্বিতীয় ফ্লাইটে ২৫৭ জন এবং ১০ মে তৃতীয় ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৪০ জন।

এআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।