করোনা উপসর্গ নিয়ে সাভারে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৯ মে ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে সাভারের হেমায়েতপুরে।

মঙ্গলবার বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

nobabgonj

মৃত ব্যক্তির নাম কামাল আহম্মেদ। তিনি উপজেলার কৈইলাইল ইউনিয়নের মাশাইল গ্রামের বাসিন্দা।

ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, কামাল ১০-১২ দিন ধরে করোনা উপসর্গ নিয়ে ভুগে সাভারের হেমায়েতপুরে আজ সকালে মারা যান। তার স্বজনরা মরদেহ নবাবগঞ্জে আনেন। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলের কাছে সার্বিক সহযোগিতা চান তারা। এরপর ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আরও কয়েকজন মুসল্লি মৃত ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে শরীর থেকে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করেন। সেই সঙ্গে মরদেহের গোসলের পর জানাজা পড়িয়ে দুপুর আড়াইটার দিকে দাফনের জন্য কৈলাইল পাঠানো হয়।

nobabgonj-1

দাফন কাজে এলাকায় জটিলতা দেখা দিলে নবাবগঞ্জ থানা পুলিশের সাহায্য নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট টিমের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়।

আসাদুজ্জামান সুমন/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।