করোনায় দুস্থদের ত্রাণ সহায়তা দিল ‘হেলো’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২১ মে ২০২০

মহামারি করোনাভাইরাসের প্রকোপে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে ‘হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)’।

বুধবার (২০ মে) কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাইটকামারী এলাকার ১০০ জন দুস্থ মানুষকে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, ও দুধ।

ঢাকা থেকে অনলাইনে এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেজ্ঞ ডা. মহসীন আহমেদ।

সামাজিক ব্যক্তিত্ব মো. মহিউদ্দিন মহির তত্ত্বাবধানে সংশ্লিষ্ট এলাকার স্বেচ্ছাসেবকদের সুশৃঙ্খল তৎপরতায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সহায়তার বিষয়ে হেলোর প্রধান পৃষ্ঠপোষক ডা. মহসীন আহমেদ বলেন, ‘মানবতার জন্য সচেতনা, দাতব্য ও গবেষণা’ এ স্লোগানে আমাদের যাত্রা শুরু হয়েছে। চলমান সংকটে সমাজের অবহেলিত, অক্ষম, নিঃস্ব, দুস্থ ও সমস্যগ্রস্থ মনুষের পাশে দাঁড়িয়েছি। যদিও ক্ষুধার্ত এসব মানুষের সার্বিক চাহিদার কাছে এ সহায়তা খুবই নগণ্য। তবুও ঈদের পূর্বমুহূর্তে এ সহায়তায় জীর্ণবস্ত্রের শীর্ণদেহী মানুষের মুখে ফুটে উঠেছে স্বর্গীয় হাসি। এটি সম্ভব হয়েছে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজসেবকদের সহায়তায়। আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।