করোনায় আক্রান্ত গেরিলা যোদ্ধা ‘বিচ্ছু’ জালাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৩ মে ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল। তিনি এখন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন।

জালালের পরিবারের এক সদস্য বলেন, বেশ কয়েক দিন হলো উনার নিউমোনিয়া ধরা পড়ে। এরপর করোনাভাইরাস পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে।

প্রথমে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়, তারা রাখেনি। গত তিনদিন আগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সিএমএইচে নেওয়া হয়েছে।

শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হলেও তিনি অক্সিজেন সাপোর্ট ছাড়াই শ্বাস নিতে পারছেন বলে জালালের পরিবার সূত্রে জানা গেছে।

একাত্তরে ঢাকার আজিমপুর ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময়ই বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন জহিরউদ্দিন জালাল। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ডানপিটে জালালকে আদর করে ডাকতেন ‘বিচ্ছু জালাল’। আর সেই থেকে তার নামের সঙ্গে যোগ হয় ‘বিচ্ছু’।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও সবসময় সোচ্চার ছিলেন ‘বিচ্ছু’ জালাল। কিশোর বয়সে দেশের মুক্তির লড়াইয়ে নেমে ‘বিচ্ছু’ নামে পরিচিতি পাওয়া জালাল ট্রাইব্যুনালে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন।

সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ডানপিটে জালালকে আদর করে ডাকতেন 'বিচ্ছু জালাল'; সেই থেকে এই নামটি তার সঙ্গে লেগে আছে।

একাত্তরে যুদ্ধের এক সময়ে রাজাকারদের হাতে ধরা পড়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন জালাল।

এফএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।