করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের ভিটিএম কিট তৈরি করেছে ডিআরআইসিএম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৬ মে ২০২০

মহামারি করােনাভাইরাসে (সার্স কোভ-২) আক্রান্তদের নমুনা সংগ্রহের জন্য অনেক কম খরচে ভিটিএম বা ভাইরাল ট্রান্সপাের্ট মিডিয়া কিট তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংস্থা বিসিএসআইআরের আন্তর্জাতিক মানের গবেষণাগার ডেক্রিগনেটেড রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম)।

বিসিএসআইআরের (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) ডিআরআইসিএম রাসায়নিক পরিমাপ বিজ্ঞান বা কেমিক্যাল মেট্রোলজি' বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।

দেশের বর্তমান ভয়াবহ করোনা সংকট মােকাবিলায় সঠিক টেস্টের জন্য সঠিক পদ্ধতিতে সঠিক নমুনা সংগ্রহ একান্ত জরুরি।

ডিআরআইসিএমের পরিচালক ডক্টর মালা খানের নেতৃত্বে নিজস্ব গবেষণাগারে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের জন্য ভিটিএম কিট তৈরি করেছেন ডিআরআইসিএমের একদল গবেষক।

ভিটিএম কী?

ভিটিএম হচ্ছে লবণ, প্রােটিন এবং অ্যান্টিবায়ােটিকের সমন্বয়ে তৈরি এক বিশেষ ধরনের সলুশন বা দ্রবণ, যার মাধ্যমে ভাইরাস সংগ্রহ, ট্রান্সপাের্ট এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। সার্স কোভ-২-এর নমুনা সংগ্রহের জন্য বিশেষ ধরনের ডিটিএম তৈরির গাইডলাইন দিয়েছে সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল (সিডিসি, ইউএসএ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডিআরআইসিএমের পরিচালক ড মালা খান বলেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ‘কোভিড-১৯'। কমিউনিটি পর্যায়ে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার কারণে এখন ব্যাপকভিত্তিতে টেস্টের কোনো বিকল্প নেই। শুরুতে স্বল্পসংখ্যক প্রতিষ্ঠান এই করোনা পরীক্ষা করার সাথে যুক্ত থাকলেও সময়ের সাথে সাথে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় কোভিড়-১৯ টেস্ট করার সক্ষমতা অর্জন করেছে। কিন্তু মাঠপর্যায়ে পর্যাপ্ত ও সঠিক উপায়ে নমুনা সংগ্রহের সীমাবদ্ধতার কারণে টেস্টের ধীরগতি রয়েছে এখনও।

তিনি আরও বলেন, করোনার আরটি পিসিআর টেস্টে 'ভিটিএম কিটের অপর্যাপ্ততা একটি বড় বাধা। তা সত্ত্বেও মাঠপর্যায়ে অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে, স্যাম্পল কালেকশন করে যাচ্ছেন আমাদের টেকনোশিয়ানরা। সেই সাথে আছে অনেক নতুন প্রশিক্ষণার্থী, যারা এই দুর্যোগে দেশের কাজে এগিয়ে এসেছেন। খুব স্বল্প সময়ে ট্রেনিং নিয়ে স্বতঃস্ফুর্তভাবে তারা মাঠে নেমে পড়েছেন। যথাযথ উপায়ে ও দ্রুততম সময়ে নমুনা সংগ্রহ ও দীর্ঘ সময় সংরক্ষণ এসবকিছু বিবেচনা করে ডিআরআইসিএম কোভিড-১৯' পরীক্ষা করার জন্য একটি আদর্শ ভিটিএম কিট প্রস্তুতির প্রয়ােজনীয়তা অনুভব করে।

'বিশেষ করে, প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা বা বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠিত টেস্টিং ল্যাবরেটরিতে ট্রান্সপোর্টেশনের দীর্ঘ সময় নমুনা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ডিআরআইসিএমের তৈরি ভিটিএমে সংগৃহীত নমুনা ৪ ডিগ্রি তাপমাত্রায় সহজেই তিনদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এ ক্ষেত্রে, সঠিকভাবে সংরক্ষণের অভাবে স্যাম্পল বাতিল হওয়া বা বাতিলের কারণে একই নমুনা একাধিকবার সংগ্রহ ও টেস্ট করার দীর্ঘ প্রক্রিয়াটি এড়ানাে সম্ভব হবে।'

ডিআরআইসিএম গবেষক দল ল্যাবরেটরিতে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পদ্ধতিতে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি, ইউএসএ) গাইডলাইন অনুযায়ী ভিটিএম কিট তৈরি করেছে। কিটটিতে সল্যুশন রাখার জন্য টিউব নির্বাচন করা হয় বিভিন্ন দিক বিবেচনা করে। দায়িত্বরত টেকনেশিয়ান অথবা ল্যাবরেটরিতে কার্যরত গবেষকদের হ্যান্ডলিং করার সময় কোনোভাবেই যেন ক্রস-কন্টামিনেশন না হয়, সে বিষয় বিবেচনা করেই সল্যুশন রাখার টিউব নির্বাচন করা হয়েছে। টিউবটি হালকা, সহজে এক হাতে ধরা যায় এবং এতে রবার স্টপার্স সংবলিত মুখ থাকায় চুইয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।

ডিআরআইসিএম জানিয়েছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি, ইউএসএ) অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ‘কোভিড-১৯’ রােগীর নমুনা সংগ্রহ করতে হয় মূলত তিনটি স্থান থেকে। নাকের দুটি ছিদ্র ও গলা। নাকের মধ্যে একটি নমুনা হলো ন্যাজাল সােয়াব এবং অপরটি হলো নাকের শেষ প্রান্তে গিয়ে গলার পেছনের অংশ থেকে Nasopharyngeal সােয়াব। এর মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হলো Nasopharyngeal নমুনা সংগ্রহ পদ্ধতি।

'Nasopharyngeal নমুনা সংগ্রহের পদ্ধতি একটু জটিল। তাই এই পদ্ধতিটিকে সহজ করার জন্য কিটটিতে স্যাম্পল কালেকশনের উপযুক্ত সােয়াব স্টিক দেয়া হয়েছে। এ ছাড়া গলার Oropharyngeal স্যাম্পল কালেকশন করার ক্ষেত্রে রােগীকে যেন দীর্ঘক্ষণ মুখ খােলা রাখতে না হয়, সেজন্য কিটটিতে রয়েছে একটি “টাং হােল্ডার' যা ব্যবহার করে সহজেই ডিপ থ্রট থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব। এ ছাড়া কিটটিতে সিডিসির গাইডলাইন অনুযায়ী ছবিযুক্ত একটি নির্দেশনালিপি দেয়া হয়েছে, যা খুব সহজেই ফলাে করতে পারবেন মাঠপর্যায়ের একজন কর্মী।'

'দেশে তৈরি সঠিক মানের এই ভিটিএম কিট করোনার টেস্টের ক্ষেত্রে আমদানি নির্ভরতা যেমন কমাবে, তেমনি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ও সম্ভব হবে। ইতােমধ্যে স্বাস্থ্য অধিদফতর কিটটি ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে।'

মঙ্গলবার (২৬ মে) ডিআরআইসিএম পরিচালক ডক্টর মালা খান স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানার নিকট ৫০০০ করােনা টেস্টের নমুনা সংগ্রহের জন্য ভিটিএম কিট উপহার হিসেবে হস্তান্তর করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নির্দেশে এবং মন্ত্রিপরিষদ সচিব এ. কে. এম আনােয়ার ইসলামের উৎসাহে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনােয়ার হােসেন ও বিসিএসআইআরের চেয়ারম্যান ফারুক আহমেদের নিয়মিত তদারকিতে ডিআরআইসিএমের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে ডিআরআইসিএম।

এমএএস/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।