বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবি
তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে পরিষদের নেতৃবৃন্দ এসব দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. আশরাফ আলী হাওলাদার বলেন, করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। বর্তমানে তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
তিনি বলেন, এ অবস্থায় সাধারণ মানুষের পক্ষে বাড়ি ও দোকান ভাড়া পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে। তাই গত এপ্রিল, মে ও জুন মাসের ভাড়া মুখ হবে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ প্রদানের আহ্বান জানান তিনি।
এ সময় তারা বাড়ি ও ভাড়া দোকান ভাড়া মওকুফ এবং ভাড়াটিয়াদের রেশন কার্ড প্রদান ও বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়া হয়রানি নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান হোসেন নোমানী, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মো. ফারুক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচএম/এমএসএইচ/পিআর