করোনাযুদ্ধ : ১৪ পুলিশ পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৯ মে ২০২০

চলমান করোনাযুদ্ধে প্রাণ হারানো ১৪ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দিয়েছে ওয়ালটন গ্রুপ।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পুলিশ সদর দফতরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে অনুদানের টাকা তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি।

এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনাযুদ্ধে গুরুত্বপূর্ণ ও অসামান্য অবদান রাখতে গিয়ে জীবন উৎসর্গ করা পুলিশের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।

তিনি বলেন, চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে পুলিশ।

জেইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।