চট্টগ্রামে করোনায় প্রাণ গেল প্রবীণ আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০২ জুন ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী কবির চৌধুরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতা ও মরহুমের পরিবারের সদস্যরা জানান, সপ্তাহখানেক আগে কবির চৌধুরী হার্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েক দিন ধরে জ্বরও ছিল তার। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে প্রাইভেট মেডিকেলে ভর্তির চেষ্টা করা হয়। কিন্তু করোনা সার্টিফিকেট ছাড়া কোনো হাসপাতাল তাকে ভর্তিতে রাজি হয়নি। পরিবারের সদস্যরা বাধ্য হয়ে গত ২৯ মে জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠায়। কিন্তু রিপোর্ট পাওয়ার আগে তার অক্সিজেন গ্রহণের হার কমে যায়। এ সময় তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দিলে আবারও করোনা সার্টিফিকেটের দোহাই দিয়ে কোনো হাসপাতাল ভর্তি নিতে রাজি হয়নি। অনেক চেষ্টার পর ৩০ মে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন জানান, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মারা গেছেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট কবির চৌধুরী। সব হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানান তিনি।

কবির চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন সদস্য ও দক্ষিণ চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। ১৯৯১ সালে আনোয়ারা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি।

অ্যাডভোকেট কবির চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমেদ ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। এক বিবৃতিতে সমিতির নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আবু আজাদ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।