বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবি
করোনা পরিস্থিতির কারণে তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবিতে অনশন পালন করা হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদের উদ্যোগে এ অনশন কর্মসূচি পালিত হয়।
এ সময় ভাড়াটিয়া ঐক্য পরিষদের সভাপতি আশরাফ আলী হাওলাদার বলেন, করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটিতে মানুষের আর্থিক ক্ষতি হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থায় বাড়ি ভাড়া, দোকান ভাড়া দেওয়া তাদের কাছে অসম্ভব।
আমাদের তিন দফা দাবি- এপ্রিল, মে, জুন তিন মাসের বাড়ি ভাড়া, দোকান ভাড়া মওকুফ এবং রেশন কার্ড প্রদান ও ভাড়াটিয়া হয়রানি, নির্যাতন বন্ধ করতে হবে।
আন্দোলনকারীরা জানান, তাদের এসব দাবি বাস্তবায়নে গত ১০ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। একই দাবিতে গত ১৯ মে মানববন্ধন পালিত হয়েছে। গত ২৮ মে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেও তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ শনিবার অনশন পালনে বাধ্য হয়েছেন।
এমএইচএম/এনএফ/এমকেএইচ