মানবিক ডাকে সাড়া চিকিৎসকের, র্যাব সদস্যকে দিলেন প্লাজমা
র্যাব-১৩ তে কর্মরত করোনাভাইরাসে আক্রান্ত এক সদস্যকে জরুরি ভিত্তিতে ঢাকায় এনে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে প্লাজমার প্রয়োজন হয়। ওই খবরে প্লাজমা দিতে এগিয়ে আসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শাকিল। প্লাজমা দেয়ায় অবস্থার উন্নতি ঘটেছে করোনা আক্রান্ত ওই র্যাব সদস্যের।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জাগো নিউজকে বলেন, ‘’র্যাব-১৩, রংপুরে কর্মরত মনির (৫২) গত ২৭ মে করোনায় আক্রান্ত হন। তিনি উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, প্রোস্টেড গ্লান্ড সমস্যায় ভুগছিলেন। গত ২৭ মে থেকে ৩১ মে তাকে রংপুরে চিকিৎসা দেয়া হয়। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় তাকে র্যাবের নিজস্ব হেলিকপ্টারে ঢাকায় উন্নত চিকিৎসা জন্য নিয়ে আসা হয়। তিনি ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রোববার (৭ জুন) হঠাৎ তার অবস্থার অবনতি হলে, তাকে প্লাজমা দেয়া জরুরি হয়ে পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাজমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়।
ওই আহ্বানে সাড়া দিয়ে আক্রান্ত র্যাব সদস্যকে প্লাজমা প্রদান করার জন্য এগিয়ে আসেন সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালের সার্জিক্যাল বিভাগের ডা. মো. শাকিল। প্লাজমা দেয়ার ফলে আক্রান্ত র্যাব সদস্যের অবস্থার উন্নতি হয়েছে।
মানবিক কাজে এগিয়ে আসার জন্য বাহিনীর পক্ষ থেকে ডা. মো. শাকিলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান র্যাবের মহাপরিচালক।
জেইউ/এফআর/পিআর