করোনা আক্রান্ত প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫ এএম, ১০ জুন ২০২০

করোনা সনাক্তকরণ পরীক্ষা কেন্দ্রসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রতিবন্ধি ব্যক্তি এবং অটিজম বিষয়ক থিমেটিক কমিটির এক অনলাইন সভা থেকে সম্প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ জানান, কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্ব সভার আলোচনায় প্রতিবন্ধীদের এই করোনাকালের নানা সমস্যা উঠে আসে।

করোনা সনাক্তকরণ পরীক্ষা কেন্দ্রসমূহে পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করা প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে সম্ভব নয় বলে কমিটি মনে করে।

এমন বাস্তবতায় তাদের জন্য প্রতিটি কেন্দ্রে পৃথক স্থান বা লাইন রাখা এবং উক্ত লাইনে একজন প্রতিবন্ধী ব্যক্তিও যদি উপস্থিত হন সেক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে তার নমুনা সংগ্রহ করার সুপারিশ করা হয়।

কোভিড-১৯ আক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যাদের অন্য কারো সহযোগিতা একান্ত প্রয়োজন, সেক্ষেত্রে হাসপাতালে অন্তত একজন সহযোগীকে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রাখাসহ হাসপাতালে অবস্থানের অনুমতি দেয়ার সুপারিশও করে কমিটি।

জেইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।