স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীতে ২০ দোকানকে ৩০ হাজার জরিমানা
সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খুলতে অনুমতি দিয়েছে সরকার। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও শর্ত মানছে না অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান।
স্বাস্থ্যগত নিরাপত্তা রক্ষায় সরকারের নির্দেশনা না মানায় মঙ্গলবার (৯ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ২০টি মামলায় ২০টি দোকানকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপি সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ প্রশাসনের সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
বুধবার (১০ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ওয়ালিদ হোসেন জানান, অভিযানকালে মতিঝিল বিভাগের ৫টি দোকানকে সাড়ে ৫ হাজার টাকা ও মিরপুর বিভাগের ১৫টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ২০টি মামলায় ২০টি দোকানে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
জেইউ/এমএফ/পিআর