আড়াই মাসে চিকিৎসাসেবা চেয়ে এক কোটি ৬৬ হাজার কল
দেশে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা অনেকটাই ধসে পড়েছে। ফলে করোনায় আক্রান্ত হলে ঠিকমতো মিলছে না চিকিৎসা। অন্যদিকে অন্যান্য রোগে আক্রান্ত হলেও চিকিৎসা পেতে বেগ পেতে হচ্ছে। অনেক সময় পাওয়াই যাচ্ছে না চিকিৎসা সেবা। দেশে করোনা সংক্রমণ শুরু হলে বেশকিছু হটলাইনে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
হাসপাতালের সেবা না পেয়ে কিংবা ঘরে থেকে চিকিৎসা সেবা পেতে প্রতিদিন লাখো মানুষ ফোন করছে। হটলাইন চালুর পর থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই মাসে এক কোটি চার লাখ ৬৩ হাজার কল রিসিভ করেছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (১০ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে মোট কলের সংখ্যা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ফোনকল গ্রহণ করা হয়েছে এক লাখ ৬৬ হাজার ২৮টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে এক কোটি চার লাখ ৬৩ হাজার ৭৮৩টি।’
নাসিমা সুলতানা আরও বলেন, ‘অনলাইন প্লাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ১৬ হাজার ৩০৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে যুক্ত হয়েছেন আরও ১৩ চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবাদানকারী চিকিৎসকের সংখ্যা চার হাজার ২৭১ জন।’
চিকিৎসা সেবা পেতে সেসব নম্বরে কল করতে পারেন- জাতীয় কল সেন্টার ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, আইইডিসিআর ১০৬৫৫, বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ এবং জাতীয় হেল্পলাইন ১০৯।
পিডি/এএইচ/এমএস