মাস্ক না পরায় রাজধানীতে ৮০ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ এএম, ১৭ জুন ২০২০
প্রতীকী ছবি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ৮০টি মামলা ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ মামলা ও জরিমানা করা হয়।

এক প্রেস বার্তায় ডিএমপি জানায়, রমনা বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১৩ জন ব্যক্তি, ৩টি মোটরসাইকেল ও ১ দোকানিকে ২ হাজার ১৯০ টাকা জরিমানা করা হয়। একই কারণে মতিঝিল বিভাগে ১২ জন ব্যক্তি, ২টি মোটরসাইকেল ও ৩ দোকানিকে ৪ হাজার ৫০ টাকা জরিমানা এবং লালবাগ বিভাগে ৩ জন ব্যক্তি এবং ১৪ দোকানিকে ৬ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

ডিএমপি আরও জানায়, অভিযানে মিরপুর বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১০ জন ব্যক্তিকে ৩ হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগে ৩ জন ‍ব্যক্তি ও ৫ দোকানিকে ১৩ হাজার ৬০০ টাকা এবং উত্তরায় ১৩ জন ব্যক্তিকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বমোট ৮০টি মামলায় ২৩ দোকানি, ৫টি মোটরসাইকেল ও ৫২ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

করোনার সংক্রমণ ঠেকাতে নগরবাসীকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এআর/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।