কাজের জন্য ইতালি ফিরলেন আরও ২৫৯ বাংলাদেশি
করোনার আগে দেশে এসে আটকে পড়া ২৫৯ বাংলাদেশি নাগরিক ইতালিতে গিয়েছেন।
বুধবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (চার্টার) করে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হন।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে করে ঢাকা থেকে ২৮৭ বাংলাদেশি ইতালি যান।
ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের কর্মরত শ্রমিকদের ফিরিয়ে নিতে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ।
এআর/জেডএ/জেআইএম