স্বাস্থ্য অধিদফতরকে ৫টি নমুনা সংগ্রহের বুথ দিলো গুড নেইবার্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৯ জুন ২০২০

আন্তর্জাতিক সংস্থা গুড নেইবার্স স্বাস্থ্য অধিদফতরকে ৫টি কোভিড-১৯ নমুনা সংগ্রহের বুথ হস্তান্তর করেছে। বুথগুলো রাজধানীর গুলশান, মিরপুর, মহাখালী, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ভৈরবে চালু করবে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (১৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বুথগুলো গ্রহণ করেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। এটি হস্তান্তর করেন গুড নেইবার্স বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) আনন্দ কুমার দাস। এ সময় অধিদফতরের সমন্বিত কোভিড-১৯ কন্ট্রোল রুমের যুগ্ম সদস্য সচিব ডা. মো. রিজওয়ানুল করিম শামীম এবং গুড নেইবার্সের ম্যানেজার (এডুকেশন ও হেলথ) রাজিয়া সুলতানা, ম্যানেজার (পাবলিক হেলথ) ডা. কাশফি পণ্ডিত ও হেলথ কনসালটেন্ট ডা. আরিফ মাহমুদ লিখন উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের পক্ষে ডা. মো. রিজওয়ানুল করিম শামীম করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, গুড নেইবার্সের মতো বেসরকারি প্রতিষ্ঠানের এই উদ্যোগ সরকারের কাজকে আরও গতিশীল করবে।

এর আগে আনন্দ কুমার দাস বলেন, করোনা মহামারি শুধু সরকারের পক্ষে মোকাবিলা করা খুবই কষ্টসাধ্য। এজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে গুড নেইবার্স মহামারি মোকাবিলায় সরকারের পাশে থেকে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুড নেইবার্স দীর্ঘদিন যাবত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা সংক্রমিত হওয়ার আগে থেকেই প্রতিষ্ঠানটি জনসচেতনতা সৃষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে লিফলেট ও পোস্টার বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার, কর্মহীন হতদরিদ্র পরিবারকে খাদ্য ও হাইজিন উপকরণ প্রদান এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে টেলিমেডিসিন স্বাস্থ্য সুবিধা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় করোনা টেস্টের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ৫টি নমুনা সংগ্রহের বুথ প্রদান করেছে সংস্থাটি।

এইচএস/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।