সহধর্মিণীর কবরেই চিরনিদ্রায় শায়িত হবেন কামাল লোহানী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২০ জুন ২০২০

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর মরদেহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সনতলা গ্রামে দাফন করা হবে। সহধর্মিণী দীপ্তি লোহানীর কবরেই চিরনিদ্রায় শায়িত করা হবে কামাল লোহানীকে।

এ বিষয়ে কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বলেন, ‘সামাজিক দূরুত্ব বজায় রাখার কথা চিন্তা করে বড় পরিসরে কোনো কিছু করতে পারছি না। বাধ্য হয়ে উদীচী অফিসে কিছুক্ষণের জন্য আমরা নিয়ে যাচ্ছি। শ্রদ্ধা নিবেদনের পর আমাদের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে আমার মায়ের কবরেই ওনাকে সমাহিত করব।’

উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, ‘কামাল লোহানীর ইচ্ছা ছিল তার মরদেহ দান করবেন। তাই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেহেতু এ সংক্রান্ত কোনো নির্দেশনা নেই, তাই তারা এই মুহূর্তে দেহটি গ্রহণ করতে পারছেন না। তাই স্বাভাবিকভাবে মরদেহ সৎকার করা হচ্ছে। সিরাজগঞ্জের উল্লাহপাড়ায় তার সহধর্মিণীর কবরে তাকে দাফন করা হবে।’

২০০৭ সালে কামাল লোহানীর স্ত্রী দীপ্তি লোহানী পরলোকগমন করেন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকালে ১০টায় মৃত্যুবরণ করেন কামাল লোহানী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন কামাল লোহানী। গত মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার (১৯ জুন) জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। ভাইরাসের সংক্রমণ ও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বরেণ্য এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন কামাল লোহানী। কামাল লোহানী হিসেবে পরিচিত হলেও, তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর তিনি আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন কামাল লোহানী। এছাড়া তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে চার বছর করে দায়িত্ব পালন করেন।

কামাল লোহানী উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা ছিলেন।

পিডি/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।