‘শিশুর নিরাপত্তা’ বিষয়ে ফোরসির অনলাইন কর্মশালা ২৯ জুন
করোনাকালে ‘শিশুর নিরাপত্তা’ বিষয়ে একটি ভার্চুয়াল কর্মশালার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টার (ফোরসি)। আগামী ২৯ জুন এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
‘গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ : হাউ টু প্রটেক্ট ইউর চাইল্ড’ শিরোনামে এ অনলাইন কর্মশালা যৌথভাবে পরিচালনা করবে ইএমকে সেন্টার।
জানা গেছে, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার জান্নাতুল ফেরদাউস রুমা, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র এডুকেশন ম্যানেজার মোয়াজ্জেম হোসেন ও সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রটেকশন ম্যানেজার মো. সাইফুর রহমান জুয়েল।
প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম। জুম অনলাইনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে ওইদিন (২৯ জুন) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত।
মা-বাবা, অভিভাবক, শিক্ষক, শিশুদের নিয়ে যারা কাজ করেন এবং এ বিষয়ে জানতে আগ্রহী যে কেউ রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারেন।
ফোরসির এ কর্মশালার বিষয়ে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন এই লিংকে। এছাড়াও যোগাযোগ করতে পারেন- ০১৯২৪-৯৮৪৪৪৬, ০১৯১২০৩১৯৬৮ নম্বরে।
বিএ/জেআইএম