চট্টগ্রামে অনলাইনে মিলবে করোনার নমুনা পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২১ জুন ২০২০

চট্টগ্রামে ঘরে বসে জানা যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল। এ জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে।

রোববার (২১ জুন) চট্টগ্রামের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আজ জেলা সিভিল সার্জন অফিস নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করেছে। ওয়েবসাইটটির মাধ্যমে এখন থেকে মোবাইল নম্বর ব্যবহার করে কোনো ভোগান্তি ছাড়াই ঘরে বসে মিলবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হবে। চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াং সোশ্যাল অ্যাক্টিভিজম বোর্ড’ (YSAB)- এর সহযোগিতায় এ সংক্রান্ত কাজের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, আজ থেকে ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। নমুনা সংগ্রহের সময় দেয়া মোবাইল নম্বর ব্যবহার করে মিলবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল। এছাড়াও নমুনা জমা দেয়ার সময় ও নাম ব্যবহার করেও নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

আবু আজাদ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।