আইনমন্ত্রী করোনা নেগেটিভ
আইনমন্ত্রী আনিসুল হকের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত নন।
সোমবার (২২ জুন) আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর রহমতে আইনমন্ত্রী সুস্থ আছেন এবং বাসা থেকে সব দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক করোনা পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর গতকাল ২১ জুন সকালে আইসিডিডিআর’বি করোনা পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে এবং রাতেই তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, করোনা পরীক্ষা নেগেটিভ আসায় আইনমন্ত্রী আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে দেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।
আরএমএম/এএইচ/এমকেএইচ