দুদিনের ব্যবধানে চলে গেলেন হোটেল জামানের দুই ভাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৩ জুন ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়ছে সর্বত্র। এমপি-মন্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ী কেউই বাদ যাচ্ছেন না। অদৃশ্য এই ভাইরাসের ছোবলে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে একের পর এক পড়ছে লাশ। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। গত পরশু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামান হোটেলের মালিক মো. নুরুজ্জামান মারা যান। এবার চলে গেলেন ক্যাফে জামান ও হোটেল জামানের আরেক প্রতিষ্ঠাতা সদস্য মালেকুজ্জামানও।

মঙ্গলবার (২৩ জুন) ভোর সাড়ে ৫টায় নগরীর বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে মারা যান মালেকুজ্জামান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমের নিকটাত্মীয় আরাফাতুল ইসলাম পাভেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের বাসিন্দা। মালেকুজ্জামান ছিলেন জামান পরিবারের তিন ভাইয়ের মধ্যে বড়।

মরহুমের প্রথম নামাজে জানাজা (মঙ্গলবার) বাদ জোহর নগরীর ওয়ারলেস মুরগি ফার্ম জামে মসজিদ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর রাউজান উপজেলার গহিরা কোতোয়ালি ঘোনায় মরহুমের নিজ গ্রামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

করোনা আক্রান্ত হয়ে গত পরশু জামান হোটেলের আরেক মালিক মো. নুরুজ্জামানও মারা যান। এনিয়ে করোনায় জামান পরিবারের দুই ভাই মারা গেলেন। চলতি বছরের জানুয়ারিতে মারা যান জামান পরিবারের ছোট ছেলে মো. জামান।

আবু আজাদ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।