করোনায় মারা গেলেন ঢাকা বারের সাবেক ইসি মেম্বার আবু বকর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৮ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য (ইসি মেম্বার) ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর সিদ্দিক।

রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহে রাজিউন)। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম।

তিনি বলেন, ১৯৪৬ সালে শরীয়তপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা আইনজীবী সমিতির সদস্য তালিকাভুক্ত হন ১৯৮৮ সালের ২৭ এপ্রিল। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

জেএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।